• June 012024
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্কলারশীপ অ্যাওয়ার্ডিং সেরেমনি অনুষ্ঠিত

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্কলারশীপ অ্যাওয়ারর্ডিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ লা জুন ২০২৪ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ইউএনডিপির সহযোগিতায় ফিউচারনেশন প্রোগ্রামের আওতায় পাঁচশতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বৃত্তি প্রদান অনুষ্ঠানের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই কর্মসূচীর মাধ্যমে পুণ্ড্র ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা “বিজনেস অ্যান্ড সোশাল ইংলিশ স্কিলস”এবং “ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিলস”এই দুইটি শাখায় ফ্রি অনলাইন কোর্স সম্পন্ন করার মাধ্যমে দক্ষতা অর্জন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। তিনি তাঁর উদ্বোধনী বক্তবে বলেন, এই কোর্স দুটিতে প্রশিক্ষিত হয়ে পুণ্ড্র ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা তাদের উন্নতর ক্যারিয়ার গঠনে বিশেষ সুযোগ লাভ করবে।

দক্ষতার সাথে কোর্স দুটি সুসম্পন্ন করতে তিনি নিবন্ধিত শিক্ষার্থীদের আহ্বান জানান। উদ্বোধনী পর্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পিইউবির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর মাননীয় চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা-বেগম। উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, পিএইচ-ডি।

এছাড়া উপস্থিত ছিলেন বিওটি সদস্য আয়শা বেগম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আতর আলী, আদিবাসী সংগঠক ও অনলাইন পত্রিকা গণচিত্র এর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিবন্ধন প্রক্রিয়াসহ ফিউচারনেশন প্লাটফর্ম বিষয়ে দিকনির্দেশনা দেন ইউএনডিপির প্রাইভেট সেক্টর ইমপ্লয়িমেন্ট প্রোগ্রামের এক্সিকিউটিভ খন্দকার আবির হোসাইন নুর।

Related Events